ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

পাকিস্তান-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান-ভারত সীমান্তে। শনিবার সকালে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় এক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, শনিবার রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনাবাহিনী।

ভারতীয় বাহিনীর দাবি, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের ওপার থেকে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণ করে পাক সেনারা। এ সময় মর্টাল শেল নিক্ষেপ করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলায় চালিয়েছে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্য দেহরাদুনের বাসিন্ধা ন্যান্স নায়েক সন্দীপ থাপা। নওসেরা সেক্টরে দুই পক্ষের মধ্যে থেমে থেমে এখনো গোলাগুলি চলছে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ৩ পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচ জন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

এনএম