ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

যৌতুক দিতে ব্যর্থ,বিয়ের এক ঘন্টা পর স্ত্রীকে তালাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

যৌতুক দিতে ব্যর্থ হওয়ার বিয়ের এক ঘন্টা পর স্ত্রীকে তালাক দিয়েছেন স্বামী। ঘটনাটি ভারতের আগ্রার। ছেলে পক্ষের দাবিকৃত একটি গাড়ি দিতে শ্বশুরপক্ষ ব্যর্থ হওয়ার জন্য তিনি তিন তালাক দিয়েছেন। এ অভিযোগে যুবক ও তার আট আত্মীয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। 

পুলিশ বলেছে, তাজ শহরে হরিপর্বত এলাকার রুবিকে (২৬) বৃহস্পতিবার রাতে বিয়ে করেন ভারতের রাজস্থানের ধলপুর জেলার নাদিম ওরফে পাপন (২৭)।

রুবির ভাই আমির বলেন, বিয়ের এক ঘণ্টা পরে নাদিম আমার বোনকে তাৎক্ষণিকভাবে তালাক দেয়। এর কারণ, আমরা তাকে একটি গাড়ি দিতে ব্যর্থ হয়েছি। বিয়ের পরে তার পরিবারের সদস্যরাও আমাদের অপমান করেছে। তারা আমাদের ওপর ইটপাথর নিক্ষেপ করে। এর পরেই আমরা পুলিশ ডাকি।

পুলিশের মতে, নাদিম ছাড়াও তার সঙ্গে বরযাত্রী হিসেবে যারা এসেছিল তাদের আটজনকে আসামি করা হয়েছে। তবে তাদের গ্রফিতার করা যায়নি। ভারতে যৌতুক বিরোধী আইনের অধীনে কনের মা ফারিশা বেগমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ মামলা হয়েছে। তার সাত সন্তানের মধ্যে রুবি একটি ডেন্টাল ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে কাজ করেন। অন্যদিকে অভিযুক্ত নাদিম জুতার একটি প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে নিজেকে দাবি করে। 

হরি পর্বত থানার স্টেশন কর্মকর্তা প্রবীণ কুমার বলেছেন, আমরা অভিযোগ তদন্ত করছি। অভিযুক্ত ও তার আত্মীয়দের শিগগিরই গ্রেফতার করা হবে। 

টিআর/