ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আজ খুলছে সুপ্রিম কোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার

পবিত্র ঈদ উল আজহা, জাতীয় শোক দিবসসহ সরকার ঘোষিত বিভিন্ন ছুটি ও আদালতের অবকাশের কারনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ টানা দুই সপ্তাহ ছুটিতে বন্ধ ছিল। দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আজ রোববার খুলেছে দেশের সর্বোচ্চ এ আদালত। 

জানা যায়, সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহারসহ সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং কোর্টে অবকাশের কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অবকাশে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বেঞ্চ গঠন করা হয়। এ ছাড়া আপিল বিভাগে চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ হয়।

উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের বন্ধ শুরু হয়। 

এমএস/