ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ডানপন্থি ও বামপন্থিদের মধ্যে উত্তেজনা, আটক ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার

যুক্তরাষ্ট্রের আরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ডানপন্থি এবং বামপন্থিরা জড়ো হওয়ায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

পোর্টল্যান্ড শহরের রাস্তায় বামপন্থিরা জড়ো হয়েছেন, যারা অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে জড়িত। অন্যদিকে ডানপন্থিরাও ওই একই জায়গায় এক সমাবেশে জড়ো হয়েছেন।

ফলে ওই উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এরফলে ওই শহরের পুলিশ নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে।

অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে জাড়িতদেরকে দেশীয় সন্ত্রাসী বলে ঘোষণার করার দাবিতে জড়ো হয়েছে ডানপন্থিরা। কিন্তু ডানপন্থিদের এই সমাবেশকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে বামপন্থিরা। তাই তারাও রাস্তায় নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের রেডিও হোস্ট অ্যালেক্স জোনসের নিউজ ওয়েবসাইট ইনফোওয়ার্সের সাবেক কর্মী এবং ডানপন্থি প্রাউড বয়েজ গোষ্ঠীর সদস্য জো বিগস সমাবেশটি প্রমোট করছেন।

বামপন্থিরা ডানপন্থিদের সম্ভাব্য হামলার বিরুদ্ধে পোর্টল্যান্ডকে রক্ষার করার জন্য স্থানীয়দেরকে উৎসাহিত করে বিবৃতি দিয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে জানিয়েছেন, অ্যান্টিফাকে সন্ত্রাসী সগঠন হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি গুরুত্বে সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এমএইচ/