ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১০ ১৪৩২

রেনের বিপক্ষে হারল নেইমারহীন পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৩ পিএম, ১৯ আগস্ট ২০১৯ সোমবার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে হারের স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলের সেরা তারকা নেইমাকে ছাড়া রেনের কাছে ২-১ গোলে হেরেছে তারা।

মৌসুমের প্রথম ম্যাচে নিমকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোচঁট খেয়েছে তারা।

রোববার রাতে রেনের মাঠে ম্যাচের ৩৬তম মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি টমাস টুখেলের শিষ্যরা। ৮ মিনিট পরই এমবায়ে নিয়াংয়ের গোলে ১-১ এ সমতা এনে বিরতিতে যায় রেনে।

এরপর দ্বিতীয়ার্ধেও শুরুতেই কাস্তিায়োর গোলে ২-১ এ এগিয়ে যায় বিজয়ীরা। বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেনে।