ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

পলিথিনে পাওয়া গেল নবজাতকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় পলিথিনে মোড়ানো সদ্য জন্ম নেয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট বটতলা এলাকায় সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান,স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করার পর নবজাতকের পরিচয় না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় দাফন করা হয়।

তিনি আরও বলেন, নবজাতকটি দেখে ধারনা করা হচ্ছে গত রাতেই ভুমিষ্ঠ হয়েছে।নিহতের পরিবারের সন্ধান জানার চেষ্টা চলছে।এ খবর লেখা পর্যন্ত নবজাতকের পিতা-মাতার পরিচয় জানা যায়নি,তবে এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 
কেআই/