ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর উপজেলা খাদ্য কর্মকর্তা কর্তৃক চলতি বোরো সংগ্রহ মৌসুমে সরকারী নীতিমালা অমান্য করে ১০১ জন মিলারের মধ্যে মাত্র ২৬ জনকে বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ মিল মালিকরা।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স শাহিন চাল কলের মালিক আবুল হাসনাত।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, জয়পুরহাট সদর উপজেলার ৮টি অটোরাইস মিল, ৫টি সেমি অটোরাইস মিল ও ১৩টি হাসকিং মিলের ক্যাপাসিটি ভুয়া কাগজপত্র ও অফিসে বসে ফাইলওয়ার্কের মাধ্যমে দ্বিগুণ থেকে চারগুণ বাড়িয়ে উল্লেখিত ২৬জন মিলারকে বরাদ্দ প্রদান করে ৭৫ মিলারকে বঞ্চিত করা হয়েছে। বিশেষভাবে বরাদ্দ দেওয়া ২৬ জন মিলারের কাছ থেকে ক্যাপাসিটি বাড়ানোর জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রতি কেজি চালের জন্য দেড় টাকা থেকে দুই টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছেন।চলতি মৌসুমে এই দুই কর্মকর্তা ৬ হাজার মেট্রিকটন চাল বরাদ্দের মাধ্যমে ২ কোটি টাকা আত্মসাত করার বিষয়ে ইতোমধ্যেই খাদ্যমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।
 
নীতিমালা ভঙ্গ করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পুনরায় তদন্তের মাধ্যমে বরাদ্দ প্রদানের দাবি জানান মিল মালিকরা। সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পদের ১০জন মিল মালিক উপস্থিত ছিলেন। 
কেআই/