মিকা সিংকের কারণে নিষিদ্ধ হতে পারে সালমান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

সম্প্রতি করাচির একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিকা সিং। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার জেরে ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে গান গাওয়ায় নিষিদ্ধ করা হয় মিকা সিংকে।
আর শিগগিরই আমেরিকার ছয়টি শহরে একই স্টেজে সালমান খান ও মিকা সিংয়ের পারফর্ম করার কথা রয়েছে। সালমান যেন মিকার সঙ্গে পারফর্ম না করেন এ ব্যাপারে আগেই তাকে সাবধান করে দিলো এফডব্লিউআইসিই।
সংগঠনটির সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, ‘আমরা কাউকে ব্যান করেছি মানে অভিনেতা, পরিচালক এমনকি স্পট বয় কোনো টেকনিশিয়ান সেই শিল্পীর সঙ্গে কাজ করতে পারবেন না। মিকার সঙ্গে কাজ করলে সেই শিল্পীকেও ব্যান করা হবে। এমনকি মিকার সঙ্গে কাজ করলে সালমানকেও ব্যান করা হবে।’
এনএম