ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

শিল্পকলায় বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার

‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির দ্বিতীয় পর্ব মঙ্গলবার ২০ আগস্ট বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্মারক বক্তৃতা প্রদান করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মানবিক দর্শনের ঋদ্ধ মানুষ: শেখ মুজিবুর রহমান’ শিরোনামে বক্তৃতায় বঙ্গবন্ধুর জীবনের নানা দিক তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর শিশুদের সমবেত কন্ঠে ‘ধন্য মুজিব ধন্য’ এবং `যতদিন রবে পদ্মা মেঘনা’ গান পরিবেশিত হয়। 
দেশের বরেণ্য লেখক ও গবেষকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর মূল্যবান বক্তব্য নিয়ে ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নিয়মিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০টি স্মারক বক্তৃতার আয়োজন করা হবে।

গত ৭ আগস্ট ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।‘বাংলার রাজনৈতিক নেতৃত্ব এবং বঙ্গবন্ধু’ শিরোনামে বক্তৃতায় অবিভক্ত বাঙলার রাজনৈতিক নেতৃত্বের তুলনামূলক আলোচনা করা হয়। 
কেআই/