ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

এডিসের লার্ভা: ডিএসসিসিতে ৩ কোম্পানি ১০ বাড়িকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার

এডিস মশার লার্ভা পাওয়ায় তিন রিয়েল এস্টেট কোম্পানিকে জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়া এডিস মশার প্রজনন হতে পারে- এমন পরিবেশ পাওয়ায় ১০ বাড়ির মালিককেও জরিমানা করেছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকার মোট ২৪১টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কাঁঠাল বাগান এলাকায় নির্মাণাধীন স্ট্যান্ডার্ড বির্ল্ডাসের নির্মাধীন ভবন, আজিমপুর মধ্য কলোনিতে নূরানী কনস্ট্রাকশন এবং একই এলাকায় পদ্ম কনস্ট্রাশকন অ্যাসোসিয়েটের নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার লার্ভা পাওয়া যায়। 

এ সময় তাৎক্ষণিক ওই তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০টি বাড়িতে এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় ২০ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অঞ্চল-১, অঞ্চল-৩ এবং অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আলাদা আলাদা অভিযানে এই জরিমানা আদায় করা হয় বলে ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে।

আরকে/