ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গুতে আরো চারজনের প্রাণ গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে গত বৃহস্পতিবার রাত আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ৩৬ ঘণ্টায় নতুন ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন রোগী।

এ তথ্য নিশ্চত করেছেন হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেলের সহকারী পরিচালক ডা. আব্দুর রশিদ।

মৃতরা হলেন— বংশাল থানার মুকিম বাজার এলাকার সামিয়া (১৪), কোতয়ালী থানার হেনা বেগম (৫১) ও মায়া বেগম (৩৫) এবং কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এলাকার আবুল কালাম (৩০)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৩৯৮ জন ডেঙ্গু রোগীকে বিনামূল্য চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএ/