মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে
প্রকাশিত : ১১:০৭ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:০৭ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় খুশি এর আয়োজকরা। তারা বলছেন, এই অর্জন দেশবাসীর। আগামীতে এই আয়োজন আরো বড় পরিসরে করতে উৎসাহিত করবে বলেও আশাবাদ তাদের।
বাঙ্গালির বারো মাসে তেরো পার্বণ। আর সবচে রঙিন উৎসব পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গলশোভাযাত্রা। অশুভকে দূর করে সত্য ও ন্যায়ের বানী ছড়িয়ে দেয়া হয় মঙ্গলশোভা যাত্রা থেকে। অসাম্প্রদায়িক এ উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ অংশ নেয়। ১৯৮৯ সালে স্বৈরশাসনের প্রতিবাদে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা।
২৭ বছরের এই আয়োজনে তুলে ধরা হয় বাঙালির শিল্প-সংস্কৃতির ঐতিহ্য। ইউনেস্কো গেলো বুধবার এ আয়োজনকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় খুশি তরুণরা।
এই স্বীকৃতিকে বাংলাদেশের সংস্কৃতির অনন্য অর্জন হিসেবেই দেখছেন মঙ্গল শোভাযাত্রার শুরুর দিকের আয়োজকরা।
তাদের প্রত্যাশা, সাংস্কৃতিক আন্দোলনেই সন্ত্রাস-জঙ্গিবাদসহ সব অপশক্তির বিনাশ করে বইবে মঙ্গল বারতা ।