মাছ, কৃষিপণ্য আর মানুষ গাদাগাদি করে পৌঁছাচ্ছে গন্তব্যে
প্রকাশিত : ১১:১৬ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:১৬ এএম, ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ঢাকা থেকে ভোলার হাকিমুদ্দিন আর মনপুরা হয়ে নোয়াখালীর হাতিয়া পর্যন্ত চলে একটি মাত্র লঞ্চ। মাছ, কৃষিপণ্য আর মানুষ গাদাগাদি করে পৌঁছাচ্ছে গন্তব্যে। লঞ্চ না পেলে ট্রলার কিংবা নৌকায় চেপে বিশাল মেঘনা পাড়ি দেন উপকূলের হাজার হাজার মানুষ।
শীতে যেমন-তেমন, ভরাবর্ষায় মেঘনার এপার থেকে ওপার পর্যন্ত চোখে পড়া দায়। উত্তাল সাগর কিংবা অশান্ত নদীর আছড়ে পড়া ঢেউ উতরে তবু গন্তব্যে পৌঁছাতে ভরসা ছোট-বড় ট্রলার। ঝুঁকি থাকা সত্বেও বছরের পর বছর ধরে এভাবেই বাজার, বাড়ি কিংবা আত্মীয়দের কাছে পৌঁছাচ্ছে দ্বীপের মানুষ।
ভোলা আর হাতিয়ার উপকূলজুড়ে এক ব্যক্তির একতরফা ব্যবসার সুযোগ করে দিয়েছে বিআইডব্লিউটিএ’র কিছু কর্মকর্তা। আবার ঘটনা জানার পরও নিষ্ক্রিয় নৌপরিবহন মন্ত্রণালয়।
যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে না আসায় দ্বীপের অনেক মানুষ এখনও অন্ধকারেই থেকে গেল।