ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

নেইমারকে পেতে চতুর্থ প্রস্তাব দিল বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

নেইমারকে ফিরে পেতে যেন মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। এরইমধ্যে তিন তিনবার প্রস্তাব পাঠিয়েছে বার্সা, কিন্তু এক প্রস্তাবেও মন গলেনি ফরাসি ক্লাবটির। তিনবারই প্রত্যাখ্যাত হয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

এদিকে, আগামী ২ সেপ্টেম্বর শেষ হচ্ছে স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদলের সময়সীমা। ফলে শেষ সময়ে এসে নেইমারের জন্য আবারও প্রস্তাব হাঁকিয়েছে বার্সা।

সোমবার ফরাসি গণমাধ্যম টেলেফোটের খবরে এমনটাই জানানো হয়েছে। গণমাধ্যমটি জানাচ্ছে, নেইমারকে ফিরে পেতে পিএসজির কাছে চতুর্থবারের মত প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। যাতে রয়েছে আগের প্রস্তাবের চেয়ে মোটা অঙ্কের অর্থ এবং বেশি সংখ্যক খেলোয়াড়। তবে প্রস্তাবে ঠিক কি আছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি টেলেফোট। 

এর আগে নেইমারকে পেতে বার্সার তিন নম্বর প্রস্তাবটি ছিল দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগের প্রস্তাবে ছিল নগদে ১০০ মিলিয়ন ইউরো সঙ্গে উসমানে ডেম্বেলে ও ইভান র‍্যাকিটিচ। আর দ্বিতীয় ভাগের প্রস্তাব ছিল নেইমারকে দুই বছরের ধারে নেওয়া। অনুষ্ঠানিক চুক্তি হবে দুই বছর পর। তবে সে প্রস্তাব প্রত্যাখান করে পিএসজি।

এদিকে, দলবদলের শেষ মুহূর্তে এসে নেইমারকে পেতে বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। 

এনএস/