ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

রাজনীতিতে আসছেন সঞ্জয় দত্ত?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ১২:১২ এএম, ২৭ আগস্ট ২০১৯ মঙ্গলবার

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত রাজনীতিতে যোগ দিচ্ছেন। সম্প্রতি বলিউড জুড়ে এমন গুঞ্জন ছড়ায়। শুধু তাই নয়, রাষ্ট্রীয় সমাজ পক্ষের (মহারাষ্ট্রে বিজেপির জোট সঙ্গী) হয়ে বলিউডের সঞ্জু 'বাবা' ভোটে দাড়াতে পারেন বলেও খবর পাওয়া যায়।

রাষ্ট্রীয় সমাজ পক্ষ-এর প্রধান মহাদেব জানকার তার ভাল বন্ধু এবং ভাইয়ের মতো। সেই সূত্রেই এই খবর বের হয়েছে। সঞ্জয় দত্তের ২৫ সেপ্টেম্বর রাজনীতিতে যোগদান নিয়ে সব মহলে আলোচনা হলেও তিনি চুপই ছিলেন। 

অবশেষে সোমবার এ বিষয়ে মুখ খোলেন বলিউডের 'মুন্নাভাই' এবং স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

প্রসঙ্গত ২০০৯ সালের লোকসভা নির্বাচনে লখনউ থেকে ভোটে দাঁড়ান সঞ্জয় দত্ত। ওই সময় সমাজবাদী পার্টির প্রার্থী হয়েই ভোটের ময়দানে নামেন তিনি। যদিও ওই সালের পর সঞ্জয় দত্তকে আর কখনও ভোটের ময়দানে নামতে দেখা যায়নি।

এসি