ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

গানে ফিরলেন আলাউদ্দিন আলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

দীর্ঘ প্রায় ৯মাস পর আবারও গানে ফিরলেন কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। মঙ্গলবার সন্ধ্যায় ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে হাজির হয়ে নতুন একটি দেশের গানের রেকোর্ডিং করেছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে জানালেন, আলাউদ্দিন আলীর সহকারী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

‘মুক্তিযুদ্ধ চেতনায় দীপ্ত, পিতার পতাকা হাতে’ এমনই কথার গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রয়াত কবির লেখা এই গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। আর গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফারজানা আলী মিমি।

মোমিন বিশ্বাস বলেন, ‘স্যার অনেক দিন আগেই গানটির সুর করেছিলেন। অল্প কিছু কাজ বাকি ছিলো, সেটা শেষ করে গানটি রেকর্ড করেছেন। শিগগিরই গানটি প্রকাশ হবে।’

প্রসঙ্গত, কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাটিয়েছেন অনেকগুলো দিন। সম্প্রতি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। এ গানের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৯মাস পর তিনি আবারও গানে ফিরলেন।

এসএ/