ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

ডিএমপির নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার | আপডেট: ০৭:০২ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নতুন কমিশনার হলেন কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।  বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
শফিকুল ইসলাম শিক্ষা জীবনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

তিনি আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন। মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান ছিলেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম এর জন্ম ১৯৬২ সালের ৩০ অক্টোবর। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়।  

আছাদুজ্জামান মিয়ার পর কে হচ্ছেন ডিএমপি কমিশনার এমন আলোচনায় অনেকেরই নাম উঠে আসে। এর মধ্যে মোহাম্মদ শফিকুল ইসলামের নাম থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অবশেষে আজ জল্পনার অবসান ঘটলো।

এছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে নতুন সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে।

এসি