ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

বাংলাদেশে আসছেন শাহরুখ-প্রসেনজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১ এএম, ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশে আসছেন ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার দুই সুপারস্টার শাহরুখ খান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই আসবেন তারা।

জানা গেছে, ভারতের সিনেমা জগতে অন্যতম সম্মানজনক ও জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ারের আদলে ফিল্মফেয়ার পুরস্কারের আসর আয়োজন করা হচ্ছে বাংলাদেশেও। ঢালিউডের সিনেমা, শিল্পী-কলাকুশলীদের কাজকে বিচার করে পুরস্কৃত করা হবে এ আয়োজনে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ম্যাগাজিন ‘ফিল্মফেয়ার’র এ আয়োজন করে থাকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমানে টাইমস অব ইন্ডিয়ার একটি দল বাংলাদেশে অবস্থান করছে। তারা বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গেও আলাপ করেছে পুরস্কার প্রদান অনুষ্ঠানটির বিষয়ে।

এমনকি আজ ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাদের বৈঠকের শিডিউল ঠিক করা আছে।

ধারণা করা হচ্ছে, আগামী বছরে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজন করা হতে পারে ফিল্মফেয়ার পুরস্কারের বাংলাদেশি আসর।

উল্লেখ্য, বলিউডে এই পুরস্কারটির গ্রহণযোগ্যতা ও মর্যাদা অনেক। সেখানকার তারকারা মুখিয়ে থাকেন এই পুরস্কারটির জন্য। শুধু বলিউড নয়, পুরো ভারতের সিনেমার জন্যই এই পুরস্কার দেয়া হয়।

এবার বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ব্যাংককেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এসএ/