ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার

চট্টগ্রামে জানুয়ারির মধ্যেই হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন আইনজীবীরা। নগরীর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে, দাবি বাস্তবায়নে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন আইনজীবী নেতারা। তারা জানান, এরই মধ্যে প্রধান বিচারপতি চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন। জানুয়ারির মধ্যেই ঘোষণার বাস্তবায়ন দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে।