ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নকলনবিশ এসোসিয়েশন চট্টগ্রাম

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:১০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রবিবার

চাকরী স্থায়ী করার দাবিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নকলনবিশ এসোসিয়েশন চট্টগ্রাম। রোববার সকাল থেকে চট্টগ্রাম আদালত ভবনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেন এসোসিয়েশনের সদস্যরা। এ’সময় আন্দোলনরতরা বলেন, দীর্ঘদিন ধরে এ পেশার সাথে জড়িত থাকা সত্বেও তাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ চাকরী স্থায়ীর আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।