ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

টেস্ট দলে নতুন চমক, ফিরলেন সাকিব-তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:১১ পিএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিনিয়রদের বাইরে রেখে একঝাঁক তরুণকে দলে নিয়ে রীতিমত চমক দিয়েছে বিসিবি।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্রামে থাকায় ওপেনার তামিম ইকবাল আগেই স্কোয়াডের বাইরে ছিলেন। তবে ‘অটোমেটিক চয়েজ’ হিসেবে দলে রয়েছেন মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এবারের স্কোয়াডে ডাক পেয়েছেন সাদমান ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেনের মতো তরুণরা। এছাড়া দীর্ঘদিন পর সাদা জার্সিতে ফিরছেন তাসকিন আহমেদ। তবে রাখা হয়নি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে।

আফগান টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ, মোসাদ্দেক ও এবাদত।

টিআই//