ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে চাঁদা আদায় বেড়েই চলছে, ব্যয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন

প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১২:০১ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার

রাজধানীতে বেড়েই চলছে রাস্তা ঘাট কিংবা গণপরিবহণ থেকে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নামে চাঁদা আদায়। ব্যয় নিয়েও রয়েছে নানা প্রশ্ন। ইসলামী চিন্তাবিদদের মতে, এভাবে চাঁদা তুলে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা শরীয়ত সম্মত নয়। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে মসজিদ-মাদ্রাসার জন্য এভাবেই চাঁদা তুলছে কিছু মানুষ। পাশাপাশি মাইকে বিভিন্ন ধর্মীয় বাণী প্রচারের মাধ্যমে পথচারীদের সহানুভূতি আদায়ের চেষ্টাও চলছে। আবার রাশিদ হাতে ধরিয়ে দিয়ে এতিমখানা বা লিল্লা বোর্ডিংয়ের নামেও তোলা হচ্ছে অর্থ। তবে এধরণের একটি এতিমখানায় গিয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। ছোট দুই কামরার বাসা ভাড়া নিয়ে কয়েকটি শিশুকে দ্বীনি শিক্ষা দেয়া হচ্ছে। তবে এতিম শিশু মাত্র দুটি। কেউ কেউ আবার মাসিক বেতন দিয়ে পড়তে আসে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চান। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি নিয়ে ইসলাম আসলে কি বলছে ? এসবক্ষেত্রে আইনশৃংখলা বাহিনীরও ভুমিকা রয়েছে বলে মনে করেন তিনি। দান খয়রাতের বিষয়ে ইসলাম ধর্ম উৎসাহিত করে এটা যেমন ঠিক তেমনি যথাযথ নজরদারি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো বিষয়টি। ইসলামী চিন্তাবিদরা মনে করেন মসজিদ-মাদ্রাসা-এতিমখানার নামে চাঁদা তোলার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরী।