মানবতাবিরোধী অপরাধের দায়ে ইদ্রিস আলী সরদারের মৃত্যুদন্ড
প্রকাশিত : ০২:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০২:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার
একাত্তরে শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ইদ্রিস আলী সরদারকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে এই রায় ঘোষণা করে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার রাজাকার, শান্তি কমিটির নেতা ইদ্রিস ছিলেন শরীয়তপুর-মাদারীপুর এলাকার ত্রাস। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, নির্যাতন, লুঠ, অগ্নিসংযোগ ও হিন্দুদের দেশান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়।
চার অভিযোগের মধ্যে ২০০ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ইদ্রিস আলীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।
পলাতক ইদ্রিসকে আপিলের সুযোগ নিতে হলে আত্মসমর্পণ করতে হবে। অভিযুক্ত অপর আসামি সোলায়মান মোল্লা গত ২৫ অক্টোবর মারা যাওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ২৭টি মামলার ৪৬ আসামির মধ্যে মোট ২৮ যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ডের আদেশ হল।