ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বাড্ডা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৫

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০২:১৯ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার

রাজধানীর বাড্ডা এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের গণমাধ্যম শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর কামান্ডিং অফিসার তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, তারা অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত।