ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করলো এভারটন
প্রকাশিত : ০২:১৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০২:১৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৬ সোমবার
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করলো এভারটন।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। নিজেদের মাঠে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে এভারটন। ৪২ মিনিটে ইব্রাহিমোভিচ গোল করলে ১-০তে লিড নেয় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় এভারটন। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার লেইটন বেইন্স। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।