ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শরীরের দাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং,মুখ খুললেন জারিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৪:২৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

শরীরের দাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হলেন অভিনেত্রী জারিন খান। গত শুক্রবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন জারিন। ছবিতে দেখা যাচ্ছে জারিনের পরনে রয়েছে সাদা রঙের ক্রপ টপ।

পেছনে দৃশ্যমান উদয়পুরের সরোবর। ক্যাপশনে লিখেছেন 'সরোবরের শহর'। শরীরে দেখা যাচ্ছে ''স্ট্রেচ মার্ক'। আর তাতেই নেটিজেনদের একাংশ কদর্য ভাষায় ভরিয়ে তোলেন জারিনের ওই ছবির কমেন্ট সেকশন। কেউ লেখেন,‘খুবই অদ্ভুত দেখতে আপনার পেট'। আবার কেউ লেখেন, 'এ বাবা আপনার পেটে এ কী হয়েছে!'

ওই নেতিবাচক কমেন্টে অবশ্য বিন্দুমাত্র বিচলিত হননি জারিন। জারিনের বক্তব্য: 'যে সমস্ত ব্যক্তি আমার শরীরের দাগ নিয়ে খুবই কৌতূহলী তাঁদের জানিয়ে রাখা ভাল, ৫০ কেজির মতো ওজন কমালে শরীরে স্ট্রেচ মার্ক থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। ফটোশপ না করলে একজন মানুষের আসল চেহারাটা বোধহয় এমনই হয়। আমি তাঁদেরই মধ্যে একজন যারা নিজেদের অপূর্ণতাকে ঢেকে রাখতে নয়, গর্বের সঙ্গে প্রদর্শন করতেই পছন্দ করে।'

জারিনের ওই বলিষ্ঠ জবাবে মুগ্ধ অভিনেত্রী অনুষ্কা শর্মা। জারিনের প্রতি অনুষ্কার বার্তা,'জারিন, তুমি সুন্দর, সাহসী এবং আত্মবিশ্বাসী। যেমন রয়েছে তেমনই থেকো।' শুধু অনুষ্কাই নন জারিনের পাশে দাঁড়িয়েছেন তাঁর ভক্তকুলও। কেউ লিখেছেন, 'তোমার শরীরের ওই দাগগুলোই জানান দেয় তুমি কতটা পরিশ্রমী।' কেউ আবার লেখেন,' তোমার প্রতি শ্রদ্ধা হয়, জারিন।'

হঠাৎ করে বেশ খানিকটা ওজন কমালে অথবা মাতৃত্বের পরবর্তী সময়ে স্ট্রেচ মার্কস হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তবুও তা নিয়ে নেটিজেনদের অনেকেরই যে নেতিবাচক মানসিকতা রয়েছে তা আরও একবার প্রমাণ করল জারিনের সঙ্গে ঘটা ঘটনাটি। এর আগে পেটে 'স্ট্রেচ মার্ক দেখা যাওয়ার সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী মালাইকা অরোরাকেও।

টিআর/