সাভারে সড়ক দুর্ঘটনায় নববধুসহ নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভারে পৃথক ঘটনায় নববধূ এক নারী ও পুরুষ নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। ঘাতক বাস ও ট্রাকটিকে আটক করতে পারেনি থানা পুলিশ । সোমবার সকালে সাভারের হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং ও বিমান পাম্পের সামনে পৃথক এই সড়ক দূর্ঘটনা ঘটে ।
নিহত নিরাপত্তকর্মী রাজ্জাক হোসেন (৪২) বগুড়ার সারিয়াকান্দা থানার চরহরিণা গ্রামের আকবর প্রামাণির ছেলে। সে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করে নিরাপত্তাকর্মীর কাজ করতো বলে স্থানীয়রা জানান।
তিনদিন পূর্বে বিবাহ হওয়া নববধূ নিশাত পারভীন (১৯) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগদ্ধা হাউজিং এলাকার মৃত সিরাজ উদ্দিনের মেয়ে।পুলিশ জানায়, সকালে হেমায়েতপুরের বিমান পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নিরাপত্তাকর্মী রাজ্জাক।
এসময় ঢাকাগামী মৌমিতা পরিবহণের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পথচারীরা থানা পুলিশকে সংবাদ দিলে দূর্ঘটনাস্থলে এসে নিহতের লাশ থানায় নিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।
অন্যদিকে সাভারের হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং এলাকায় দ্রুতগতির একটি ট্রাক নববধূ নিশাত পারভীনকে বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে এটি মহাসড়কের আইল্যান্ডের সাথে সজোড়ে ধাক্কা লেঘে দুমড়ে মুচড়ে যায়। এতে নববধু নিশাতের মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উভয় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় ঘাতক ট্রাক ও বাসকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। তবে এখবর লেখা পর্যন্ত সাভার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চত করেন।
টিআর/