ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৫ ১৪৩১

জি এম সৈকতের ‘তোমার গল্পে আমি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

চিত্রনায়ক শিপনের সঙ্গে জুটি বাঁধলেন ছোট পর্দার অভিনেত্রী অপ্সরা সুহি। নাটকটি পরিচালনা করছেন জি.এম.সৈকত। লিখেছেন ওসমান গনি বাবলা। গাজিপুরে 'তোমার গল্পে আমি'র এখন শুটিং চলছে।

নাটকের গল্পে দেখা যাবে সুহি একজন সাহসী মেয়ে। আর শিপন মিত্র একজন শিল্পপতি ও ধার্মিক টাইপের মানুষ। সুহি এক সময় শিপনের প্রেমে পড়ে একেবারে শান্ত সৌম্য মেয়েতে পরিণত হয়ে যায়। এভাবে নানা নাটকীয়তায় এগিয়ে চলে গল্প। 

নাটকটির পরিচালক জি এম সৈকত বলেন, একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। সবার ভালো লাগবে। খুব শিগগিরই বেসরকারী একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।

'তোমার গল্পে আমি'তে আরও অভিনয় করেছেন, সাব্বির আহমেদ, রেহানা জলি, সাইফুল ইসলাম, আজরা জেবিন তুলি, সুজন রাজা, মেহেদী, আলামিন, সানিহা ও সাদ্দাম। 

এসি