ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

স্বাধীনতার দাবিতে কাশ্মীরের দেয়ালে পাক সেনার পোস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ভারত অধিকৃত কাশ্মীরে স্বাধীনতার দাবিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের নামে পোস্টার সাঁটানোর হয়েছে। খবর জিয়ো নিউজ।

কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে এই বিদেশে গণমাধ্যম জানিয়েছেন,  ভারতীয় বাহিনীর ব্যাপক নিরাপত্তা বেষ্টনির মধ্যেই অধিকৃত কাশ্মীরের বিভিন্ন এলাকায় মেজর জেনারেল আসিফ গফুরের ছবিসহ পোস্টার দেখা গেছে। বিভিন্ন গলিতে অসংখ্য লিফলেটও পড়ে থাকতে দেখা যায়।

ভারত থেকে স্বাধীন হওয়ার দাবি করে সাঁটানো এ সব পোস্টারে লেখা রয়েছে,ভূস্বর্গ কাশ্মীর থেকে ভারতীয়দের সরিয়ে দিতে আমরা আপনাদের পাশে আছি। এ ভূস্বর্গে দখলদারদের কোনো স্থান হতে পারে না।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর কাশ্মীর ইস্যুতে শুরু থেকে ব্রিফিং করছেন। কাশ্মীরি জনগণের যে কোনো সহায়তায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া পুলওয়ামা হামলার পরও আলোচনায় ওঠে এসেছিলেন তিনি। 

ধারণা করা হচ্ছে, তখন থেকেই কাশ্মীরিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন আসিফ গফুর।

 টিআর/