ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ওয়ারীতে শুল্ক ফাঁকি দেয়া তামাক বোঝাই ট্রাক জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দেয়া তামাক বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৫০৯ কেজি তামাকের গুড়া এবং ৯ কার্টন সিগারেটের ফিল্টার তৈরির উপাদানসহ ট্রাকটি আটক করে। পরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হস্তান্তর করে র‌্যাব। 
র‌্যাব-৩ এর অপারেশন অফিসার (অ্যাডিশনাল এসপি) এবিএম ফয়জুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী শুল্ক ফাঁকি দিয়ে কুষ্টিয়া হতে একটি তামাক বোঝাই ট্রাক ঢাকায় নিয়ে আসছে। পরে র‌্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে ওয়ারী এলাকা থেকে ট্রাকটি আটক করে।

সরকারের মোট রাজস্ব আয়ের অন্তত ৩০ শতাংশ আসে তামাক খাত থেকে। কিন্তু কিছু অসাধু ও লোভী ব্যবসায়ীদের কারনে এমন একটি গুরুত্বপূর্ণ খাত থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। উল্লেখ্য গত এপ্রিলে টাঙ্গাইলের কালিহাতীতে নকল ও অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছিলো ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ। অটো রাইস মিলের আড়ালে তারা নকল সিগারেট উৎপাদন করত। প্রায় এক কোটি টাকা মূল্যের তিন টন তামাকসহ ট্রাক জব্দ করেছিলো।
 টিআর/