ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

‘গত মাস থেকে আমার আর জরায়ু নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

আনুশকা শঙ্কর। প্রয়াত সেতার পণ্ডিত রবি শঙ্করের মেয়ে তিনি। বাবার মত নিজেও একজন প্রতিষ্ঠিত সেতার শিল্পী। জীবনের এক কঠিন অধ্যায় পার করেছেন এই তারকা।

তার পেটে ১৩টি টিউমার হয়েছিল। দুটি অস্ত্রোপচার করা হয় তার। এরই মধ্যে জরায়ু হারাতে হয়েছে তাকে। এ নিয়ে অনেক কেঁদেছেন আনুশকা। এক সময় নিজেই নিজেকে শান্ত্বনা দিয়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকা শঙ্কর লিখেছেন, ‘কিছুদিন আগে চিকিৎসকরা যখন বললেন আমার জরায়ু কেটে বাদ দিতে হবে, এটা শোনার পর আমি মানসিক ভাবে ভেঙে পড়ি। ভীষণ ভয় করছিল, মনে হয়েছিল এখন তো আমার নারিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। অনেক ভেবেছি। কাছের বন্ধুদের সঙ্গে কথা বলেছি। পরে জানলাম আমার মতো অবস্থা আরও অনেকে নারীর।’

আনুশকা আরও লিখেছেন, ‘গত মাস থেকে আমার আর জরায়ু নেই। স্ত্রী রোগের ও ক্যান্সারের জন্য দুবার অপারেশন হয় আমার। জরায়ুর টিউমারগুলো বেড়ে যাচ্ছিল। জরায়ুর আকার প্রায় ছয় মাসের গর্ভবতীর মতো হয়ে গিয়েছিল।’

তিনি লিখেছেন, ‘২৬ বছর বয়সে বুঝলাম, আমার জরায়ুতে টিউমারের মতো কিছু একটা রয়েছে। এজন্য অস্ত্রোপচারের মাধ্যমে সেটি জরায়ু থেকে কেটে বাদ দেওয়া হয়। পরবর্তীতে দুই সন্তানের মা হয়েছি। সেটা পরে বড় আকার ধারণ করে ১৩টি টিউমার হয়ে যায়। বাঁচার জন্য জরায়ু কেটে ফেলতে হলো গত মাসে।’

উল্লেখ্য, আনুশকা শঙ্কর ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জো রাইটের সঙ্গে ২০১০ সালে ঘর বেঁধেছিলেন। আট বছর পর তাদের দাম্পত্য জীবন ভেঙে যায়। আনুশকা এখন দুই সন্তান জুবিন শঙ্কর রাইট ও মোহন শঙ্কর রাইটকে নিয়ে লন্ডনে বসবাস করছেন।

এসএ/