‘বিকিনি লুকে’ নুসরাত ফারিয়ার ছবি ভাইরাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান হালের এ জনপ্রিয় অভিনেত্রী।
জিমে অনুশীলনের সময় বিভিন্ন খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে আলোচিত সমালোচিত হয়েছেন ফারিয়া। এবার সেই জিমেরই ‘বিকিনি লুক’র একটি ছবি ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দিলেন তিনি।
মঙ্গলবার বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সোনালী রঙয়ের বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। ঘণ্টা কয়েকের মধ্যেই ছবিতে লাভ রিঅ্যাক্ট আর কমেন্টে ভরপুর হয়ে যায় ইনস্টাগ্রাম।
কমেন্টে ফারিয়ার এমন পোষাকে ঘিরে নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। সমালোচনা করেছেন তার শারীরিক অভিব্যক্তি ও বিকিনি লুকের।
এদিকে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।
অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে শাকিব-ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ ছবিটি। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।