ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

পাস হলো রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের নির্মাণ প্রকল্প

প্রকাশিত : ০৩:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:২১ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

পাস হলো রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের নির্মাণ প্রকল্প। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি-একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এদিন মোট ১৩ টি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্প গুরুত্বপূর্ণ। এজন্য ব্যয় ধরা হয়েছে এক লাখ তেরো লাখ ৯২ হাজার ৯১ কোটি টাকা। এছাড়া এদিন বৈঠকে উত্থাপন করা ১৩ টি প্রকল্পের জন্য মোট ব্যায় ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪’শ ৯২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে ৩৫ হাজার ৮’শ ৪৮ কোটি টাকা।