ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ঢাবিতে প্রথম বর্ষে হলে সিটের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

প্রথম বর্ষ থেকে বৈধ সিট ও ‘গণরুম এবং গেস্টরুম’ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির অপরাজেয় বাংলার পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন,‘একটা সিটের জন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাদের গোলামী করতে হয়। এ অবস্থা চলে বছরের পর বছর যা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে।বিষয়টি বন্ধ হওয়া দরকার।এ সংস্কৃতি এখন ছাত্রলীগের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।’

মানববন্ধন অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গেস্টরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রথমেই একটা কালো অধ্যায় নামে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘বহিরাগত ও অছাত্র মুক্ত হল চাই’, ‘প্রথম বর্ষ থেকে বৈধ সিট চাই’, ‘আর কত স্বপ্ন গণরুমে পঁচে যাবে’ ইত্যাদি স্লোগানে মুখোরিত ছিল বিক্ষোভ মিছিলটি। 
এমএস/