বিগ ব্যাটারির স্মার্টফোন এনেছে সিম্ফনি
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
বাংলাদেশের বাজারে সিম্ফনি নিয়ে এসেছে এর রোবাস্ট সিরিজের দুইটি বিগ ব্যাটারি স্মার্টফোন।
সকালে রাজধানীর একটি হোটেলে হ্যান্ডসেট আর২০ এবং আর ১০০ নামে স্মাটফোন দুইটির উদ্বোধন করেন সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর রেজায়ানুল হক। সমাটফোন দুইটির ফিঙ্গারপ্রিন্টর মাধ্যমে সেন্সর মাধ্যমে ফোন আনলক করা যাবে। স্মাটফোন আর-২০ এর মূল্য ধরা হয়েছে ৭৩৯০ এবং আর-১০০ দাম নির্ধারণ করা হয়ে ১০৯৯০ টাকা। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল, ডেুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার জাহিদুল ইসলাম।