হিলিতে মাদকব্যবসায়ীসহ আটক ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪'শ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী,এক মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামীসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ আটক মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করলে আদালত তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এই কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, হিলির নওদাপাড়া গ্রামের মাহতাবের ছেলে তাইজুল ইসলাম(৩০),বড়চড়া গ্রামের মৃত. আনেস আলীর ছেলে বুলবুল আহমেদ(৩৫), ম্যধবাসুদেবপুর গ্রামের আলিমের স্ত্রী চামেলি আক্তার(৩০), একই এলাকার বিমলের ছেলে বিপ্লব(২৭),রায়ভাগ গ্রামের মৃত.আজাহার আলীর ছেলে রাজু মিয়া(২৬), নওপাড়া গ্রামের বেলালের ছেলে মাসুদ রানা(২৫)।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে শুরু করে বুধবার বিকেল ৩টা পর্যন্ত হাকিমপুর থানা পুলিশ হিলির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় মঙ্গলবার দিবাগত রাতে তাইজুল, বুলবুল, চামেলি আক্তার নামের ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় ও মাদকসেবনের দায়ে বিমল নামের এক মাদকসেবীকে আটক করা হয়।এদিকে আজ বুধবার বিকেল ৩টায় সীমান্ত থেকে মাদক নিয়ে দেশের অভ্যন্তরে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হিলির বড়চড়া গ্রামে অভিযান চালায়।
এ সময় ৪'শ পিস ইয়াবাসহ রাজু ও মাসুদ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে বিপ্লব নামের মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের নিকট উপস্থাপন করলে আদালত তাকে দেড়মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কেআই/