কক্সবাজারে ছোট ভাইয়ের দেয়া আগুনে পুড়ে গেছে বড় ভাইয়ের বসতবাড়ি
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১৩ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
সীমানা নিয়ে পারিবাারিক বিরোধের জের ধরে কক্সবাজারের মহেশখালীতে ছোট ভাইয়ের দেয়া আগুনে পুড়ে গেছে বড় ভাইয়ের বসতবাড়ি।
প্রতিবেশিরা ঘরের ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করে। এসময় আগুনে অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকালে অগ্নিসংযোগকারী কবির আহমদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ ব্যাপারে মহেশখালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।