ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ইউএস ওপেন

প্রথমবারের মতো সেমিতে মাত্তিও বারেতেতিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

জেল মনফিলসকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন টেনিসের সেমিফাইনালে উঠলেন ইতালির মাত্তিও বারেতেতিনি। হাড্ডা-হাড্ডি লড়াইয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি গড়িয়েছে ৫ সেটে। শেষ হতে সময় লেগেছে ৪ ঘণ্টারও বেশি।

ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামে ফ্রান্সের তারকা মনফিলস। প্রথম সেটে ৬-৩ এ জয়ও পান তিনি। কিন্তু পরের সেটেই ঘুরে দাঁড়ায় কখনও সেমিফাইনালে না খেলা বারেতেতিনি। একই ব্যবধানে সেট জিতে সমতা আনে ১-১ এ।

তৃতীয় সেট ৬-২ এ জিতে এগিয়ে যায় মনফিলস। পরের সেটে ৬-৩ গেমে জিতে আবারও সমতা আনে ইতালিয়ান তারকা। আর পঞ্চম ও ফাইনাল সেটে টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন মাত্তিও বারেতেতিনি।