পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
প্রকাশিত : ০৬:১০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।
এসময় কোস্টগার্ডের সদস্যরা একটি ইঞ্জিন বোটসহ চার ইয়াবা পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন বাবুল মিয়া, জনি, ইদ্রিস ও জোবায়ের। তাদের সবার বাড়ি কক্সবাজারে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের সদস্যরা এই অভিযান চালায়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট-সহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।