ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

মনসুরাবাদ এলাকায় পোষাক শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৬:১০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় নালার পাশ থেকে এক পোষাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মনসুরাবাদ রেলওয়ের ওভারব্রীজের নালার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ওই পোষাক শ্রমিকের নাম মিজানুর রহমান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায় তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।