ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

অ্যান্ড্রু ফ্লিনটফের জন্মদিন আজ

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৭:১৯ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার

অ্যান্ড্রু ফ্লিনটফ ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার। খেলেছেন জাতীয় দল সহ বিভিন্ন ক্লাবে।মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ১৯৭৭ সালের ৬ই ডিসেম্বর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে জন্মগ্রহণ করেন এ তারকা ক্রিকেটার। পুরো নাম অ্যান্ড্রু ফ্রেডি ফ্লিনটফ। তবে সবার কাছে ফ্রেডি নামেই বেশী পরিচিত এ ইংলিশ অলরাউন্ডার। এই ইংলিশ তারকা একইসঙ্গে ছিলেন মাঠ কাঁপানো ব্যাটসম্যান ও ফাস্ট বোলার। ক্যারিয়ারজুড়েই আইসিসির খাতায় শীর্ষ অলরাউন্ডারদের একজন হিসেবে নিজের নাম লিখিয়েছেন ফ্লিনটফ। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায়ই ইনজুরির মুখে পড়তে হয়েছে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ফ্লিনটফকে। আর তাই ২০০৭-২০০৯ পর্যন্ত জাতীয় দলের ৩৬ টেস্টের মধ্যে মাত্র ১৩টি টেস্টে খেলার সুযোগ হয় এই ইংলিশ তারকার। ১৯৯৮ সালে ফ্লিনটফের টেস্ট খেলার মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয়। এর এক বছর পর ওয়ানডে খেলেন তিনি। খুব তাড়াতাড়ি নিজ যোগ্যতায় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন এ তারকা। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ২৬ টেস্টে ৫টি টেস্ট সেঞ্চুরী করেন ফ্লিন্টফ।১৮টি ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি। ২০০৬ সালে মাইকেল ভন এবং মারকস টেসকোথিক অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে দলের নেতৃত্ব পান ফ্লিন্টফ। ২০০৯ সালের অ্যাশেজ শেষে টেস্টকে বিদায় জানান অ্যান্ড্রু ফ্লিনটফ। হাঁটুর ইনজুরিতে পরে পরের বছর সব ধরণের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেন এই ডান হাতি অলরাউন্ডার। ল্যাঙ্কাশায়ারে ৫ বছর টি-টোয়েন্টি খেলে ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান ফ্লিনটফ। এরমাঝে  ২০১২ সালে পেশাদার বক্সিংয়ে অংশ নেন ফ্লিন্টফ। আর প্রথম ম্যাচেই জয় পান তিনি। বর্তমানে টেলিভিশনের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ফ্লিন্টফ।