ভোলায় এককভাবে লঞ্চ চালানো বন্ধে নিষেধাজ্ঞা
প্রকাশিত : ১২:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ১২:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার
ভোলার উপকূলে এককভাবে লঞ্চ চালানো বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। তারপরও আইনের ফাঁক গলিয়ে লঞ্চ চালাচ্ছে গোলাম কিবরিয়া টিপুর কোম্পানি। মাছ আর কৃষিপণ্যের সঙ্গে গাদাগাদি করে গন্তব্যে পৌঁছাচ্ছে ভোলা, হাতিয়া আর নিঝুমদ্বীপের মানুষ।
সদরঘাট থেকে ভোলা হয়ে মনপুরা কিংবা সর্বশেষ জাহাজঘাট নিঝুমদ্বীপ পর্যন্ত চলে টিপু কোম্পানির একটিমাত্র লঞ্চ। সন্ধ্যার আগেই তাই যাত্রীদের হুড়োহুড়ি, লঞ্চের কেবিন কিংবা ডেকে একটুখানি জায়গা পেতে।
ভোলা সদর থেকে হাকিমুদ্দিন, রামনেওয়াজ, মনপুরা, তমরুদ্দি আর জাহাজমারার দুর্গম মেঘনা পাড়ি দিয়ে নিঝুমদ্বীপে পৌঁছাতে অনেক ধকল সহ্য করতে হয় যাত্রীদের। ঘুরেফিরে সবার একই অভিযোগ, টাকার মানের অনুপাতে নেই সেবার মান। প্রতিবাদ করলে উল্টো জুলুম-অত্যাচার।
মামলার বিপরীতে মামলা করে বছরের পর বছর ধরে যাত্রী ঠকালেও কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জানতে চাওয়া হয়েছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
নিঝুমদ্বীপ বন্দরটিলার ব্যবসায়ীদের দাবি, বিদ্যমান সমস্যার সমাধান করে অবিলম্বে এই রুটে নতুন লঞ্চ নামানো হোক।