ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ

কাবুলে দুই ন্যাটো সেনাসহ নিহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:৩৪ এএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর হেডকোয়ার্টার ও মার্কিন দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণে ন্যাটোর দুই সেনাসহ অন্তত সাত জন নিহত হয়েছেন। এতে আরও ২৮ জন আহত হয়েছেন।

ন্যাটো এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে আমেরিকা ও রোমানিয়ার একজন করে সেনা রয়েছে। নিহত অপর পাঁচজন বেসামরিক আফগান নাগরিক।

এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে ১০ জন প্রাণ হারিয়েছে। এছাড়া অন্তত ১০টি ব্যক্তিগত গাড়ি ধ্বংস হয়েছে। বোমাটি একটি গাড়িতে পেতে রাখা ছিল।

আফগানিস্তানের তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় অন্তত ১২ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন।

তালেবানের সঙ্গে আমেরিকার একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক দিনের মধ্যেই এ বিস্ফোরণ ঘটল।

সূত্র : পার্সটুডে
এসএ/