ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬ দশমিত ৫ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৩১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার

ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে ৬ দশমিত ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি হয়নি। স্থানীয় সময় ভোর ৫টায় সুমাত্রা দ্বীপের সিজিল শহরের কাছে এ ভূমিকম্পে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে, অনেকেই ধ্বংসস্তুপের নিচে আটকা থাকতে পারে বলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর এক ঘণ্টায় অন্তত পাঁচটি পরাঘাত অনুভূত হওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব‌্যবস্থাপনা দপ্তর। ২০০৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে আচেহ প্রদেশেই ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়।