ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ১০:১৩ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

দুর্বৃত্তের হামলায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শহরের চিত্রা পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, শহরের চিত্রা পাড়া এলাকা দিয়ে রেজা রাজাকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসা মাত্র ওঁত পেতে থাকা দুর্বৃত্তের দল তাদের ওপর অতর্কিতে হামলা করে। তারা প্রথমেই ছাত্রলীগ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে এলোপাথারিভাবে মারপিট করে। এ সময় সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাধা দিলে তার ওপরও হামলা করে দ্রুত পালিয়ে যায়। রাজা প্রাথমিক চিকিৎসা নেয়।