শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
চট্টগ্রামে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা। ৮ম বারের মতো এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমদানি নির্ভর ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী ফার্নিচারকে টিকিয়ে রাখতে কারিগরদের উন্নত প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এসময় চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান ও মহাসচিব ইলিয়াছ সরকার, কাস্টম এক্সাইজ এন্ড কমিশনারেট কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়াসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।