১৯৭১ সালের ১৩ অক্টোবর কিশোর মোজাম্মেল হক মারা যান
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার
১৯৪৭ এ দেশভাগের কিছুদিন পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য আর নানামুখী ষড়যন্ত্রে মোহভঙ্গ হয় পূর্ব পাকিস্তানীদের। একদিকে বঞ্চনা অন্যদিকে বঙ্গবন্ধুর স্বাধীকার আন্দোলন, বারুদে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠেছিল বাংলার কিশোর-তরুণরাও। ১৯৭১ সালের ১৩ অক্টোবর কিশোর মুক্তিযোদ্ধা ক্লাস নাইনের ছাত্র মোজাম্মেল হকের অপারেশনে মারা যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর কুখ্যাত মোনায়েম খান।
পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার আর বৈষম্যর বিরুদ্ধে বাঙ্গালীদের ক্ষোভ তখন সবসীমা ছাড়িয়েছে। গোটা পূর্ব পাকিস্থান তখন অগ্নিগর্ভ। উত্তাল ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন কিশোর মোজাম্মেল হক। আজকের বীর প্রতীক।
ঘর থেকে পালিয়ে ত্রিপুরার পাহাড়ি এলাকার মেলাঘরে মুক্তিযোদ্ধা ক্যাম্পে প্রশিক্ষণ নেন অসীম সাহসী এই স্কুলছাত্র । সীমিত সামর্থ নিয়ে শক্তিশালী পাকিস্তানী বাহিনীকে কাবু করার অন্যতম কৌশল গেরিলা আক্রমন। প্রথম টার্গেট পূর্ব পাকিস্তানের গভর্নর কুখ্যাত মোনায়েম খান। আক্রমনের দায়িত্ব পড়ে দুরন্ত কিশোর মোজাম্মেলের উপর।
অবিস্মরনীয় সেই গেরিলা হামলার ৪৫ বছর পর কেমন আছে মোজাম্মেলের স্বপ্নের বাংলাদেশ? কিছুটা চিন্তিত হয়ে বলেন, আক্ষেপের কথা
বাংলাদেশের রক্ত রঞ্জিত ইতিহাসে অনন্য এক নক্ষত্র মোজাম্মেল হক।
রাষ্ট্র আর সমাজ কতটুকু ধারণ করতে পারলো এই বীর যোদ্ধাকে?