ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

বাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডস’র বরাত দিয়ে সিএনএন এবং বাহামাস নিউজ পেপার দ্য ট্রিবিউন, মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জনে এ উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বাহামাস প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, সরকারি হিসাবে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও, এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

তিনি বলেন, রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্থ বাহামা ও এ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশি লোক বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা বলেছেন ,সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে, এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা ধারণা করছেন। 

সূত্রঃ বাসস 

আই/