যমুনা ও পদ্মা তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙ্গন রোধে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৪৬ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার
যমুনা ও পদ্মা তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙ্গন রোধে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
পরিকল্পনা বাস্তবায়িত হলে, নদী দুটিকে স্বাভাবিক প্রশস্ততা অথাৎ ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে স্থীতিশীল রাখা সম্ভব হবে। এছাড়াও বিলুপ্ত পললভূমি উদ্ধার , তীরবর্তী এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধিসহ দারিদ্র বিমোচন সম্ভব হবে। যমুনা ও পদ্মা নদীর স্থিতিশীল করণ ও দেশের উত্তর ও মধ্যাঞ্চলের পানি বিষয়ক মহাপরিকল্পনার সমীক্ষা বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার অনিসুল ইসলাম মাহমুদ। এসময় এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী ।