ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সমঝোতায় বসেছেন রওশন ও কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার | আপডেট: ১০:৫২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

অনেক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছেন জাতীয় পার্টির দুই চেয়ারম্যান রওশন এরশাদ ও জিএম কাদের। শনিবার রাত নয়টা থেকে এ লক্ষ্যে দুজনের মধ্যে বৈঠক চলছে বলে জানিয়েছেন দলটির দুই প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতি ও আলমগীর সিকদার লোটন। ঢাকার বারিধারা ক্লাবে এই বৈঠকটি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিকালে দুই গ্রুপের দুই প্রেসিডিয়াম সদস্য এ তথ্য জানান। তারা বলেন, ‘আমরা সবাই তো এরশাদের অনুসারী, আমাদের সমঝোতা হওয়া স্বাভাবিক।

কাদের সমর্থক নেতার কাছে একথা শোনার পর যোগাযোগ করা হলে রওশন সমর্থক নেতা সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী বলেন, “(রংপুর উপনির্বাচনে) সাদ এরশাদের মনোনয়ন, চেয়ারম্যান, সংসদের দলনেতা নিয়ে দুজন কথা বলবেন। 

বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও রয়েছেন। কাদের সমর্থকদের মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা। রওশন সমর্থকদের মধ্যে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, এ কে এম সেলিম ওসমান।

রওশন সমর্থক সক্রিয় নেতা ফখরুল ইমাম বলেন, এটা একটা অনানুষ্ঠানিক বৈঠক। তিনি বৈঠকে থাকছেন না বলে জানান। তবে বলেন, অনেকেই থাকবেন।

আরকে//